বগুড়ায় মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ও পৌষ মেলা শুরু ২২ ডিসেম্বর
আগামী ২২ ডিসেম্বর শুক্রবার থেকে ১০ দিনব্যাপী বগুড়া শহরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে বাংলার মুখ বগুড়া জেলা শাখার আয়োজনে ৪র্থ বারের মত বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ও পৌষ মেলা’ অনুষ্ঠিত হবে।
‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ও পৌষ মেলা’য় শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা তৈরির প্রতিযোগিতা, গ্রামীণ খেলাধুলা ও প্রতিদিন সন্ধ্যায় বগুড়ার স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব ও পৌষ মেলা’য় বাংলার মুখ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান মুন আহ্বায়ক ও বাংলাদেশ
মিউজিশিয়ানস এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সদস্য সচিব হাসিনুর রহমান হাসুকে সদস্য সচিব মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। এছাড়াও উদযাপন পরিষদে যুগ্ম আহ্বায়ক হিসেবে ৭ জন, যুগ্ম সদস্য সচিব হিসেবে ৩ জন ও ৩৯ জন সদস্য রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি