আদমদীঘিতে মহান বিজয় দিবস পালিত
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উৎসবমুখর পরিবেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধবনি,বঙ্গবন্ধুর মুর্যালে পুস্পস্তবকnঅর্পন,বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ৮টায় আইপিজে স্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,সালাম গ্রহন,মুক্তিযোদ্ধা,পুলিশ,আনছার বাহিনী, ফায়ারসার্ভিস,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ,ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
দুপুরে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র সহকারি পুলিশ সুপার (আদমদীঘি-দুপচাঁচিয়া থানার সার্কেল) নাজরান রউফ, বগুড়া জেলা পরিষদের সদস্য মনজু আরা বেগম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা,উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,জিল্লুর রহমান,মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,আবির উদ্দীন খান প্রমূখ। দিবসটি উদযাপন কল্পে বিভিন্ন সরকারি,বে-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,শহিদ বীরমুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনা,বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত,মন্দির গুলোতে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। এছাড়া আদমদীঘিস্থ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দিবসটি পালনের লক্ষে জাতীয় পতাকা,দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃত্বিতে পুস্পমাল্যদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ