রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকার তিতাস রোডে নির্মাণাধীন ভবনের ছয় তলা থেকে পড়ে আজিজুর রহমান (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী চাচা আব্দুল মমিন জানান, আজিজুর রাজমিস্ত্রির সহকারী ছিলেন। নির্মাণাধীন সাততলা ভবনের ছয় তলায় কলামের বোর্ড খোলার সময় ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।
পরে তাকে উদ্ধার করে সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আজিজুরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নিহত আজিজুর গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়া গ্রামের মো. আজাহারের ছেলে। বর্তমানে নির্মাণাধীন ভবনটিতেই থাকতেন। পরিবারে তার আরো এক ভাই এবং দুই বোন রয়েছে। ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়।

অনলাইন ডেস্ক