শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী আটক
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক পলাতক হত্যা মামলার আসামীকে আটক করেছে।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মুনজুরুল আলম জানান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মোঃ রিপন মিয়া সঙ্গীয় ফোর্স সহ এক অভিযান চালিয়ে রবিবার সন্ধ্যায় হত্যা মামলা পলাতক আসামী আব্দুল বারী মন্টু (৬৫) কে আটক করে। সে বগুড়া জেলার গাবতলী উপজেলার কৃষ্ণচন্দ্রপুর পূর্বপাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
শিবগঞ্জ থানার মোকামতলা ইউনিয়নের ডাকুমারা বন্দরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার ঘটনায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলার
ভিত্তিতে তাকে আটক করা হয়। আটককৃত আসামীকে সোমবার বগুড়া জেল হাজুতে প্রেরণ করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ