নাটোরে কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২
মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নাটোর জেলা থেকে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। জব্দকৃত এই হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে র্যাব-১২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
কমান্ডার মো. আবুল হাশেম সবুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেলে নাটোর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের ঈদগাহ মাঠের সামনে অভিযান চালানো হয়। এসময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১ কেজি ৫৩ গ্রাম হেরোইন জব্দ হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অনলাইন ডেস্ক