শিবগঞ্জে সেচ কাজে বাঁধা আবাদী ফসল নিয়ে শঙ্কিত এলাকাবাসী
বগুড়ার শিবগঞ্জে সেচ কাজে বাঁধা প্রদানের অভিযোগে বিভিন্ন দপ্তরে অভিযোগ প্রদান করা হয়েছে।
২০ ডিসেম্বর মঙ্গলবার আটমূল ইউনিয়নের চককানু গ্রামের আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সেচ কমিটি সভাপতির দপ্তর সহ বিভিন্ন কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারী আব্দুল হান্নান জানান, তিনি উপজেলা সেচ কমিটি অনুমতি ক্রমে সরকারি লাইসেন্স প্রাপ্ত হয়ে রামকান্দী মৌজার জে,এল নং-৬৮এর খতিয়ান নং-৮৩/৫৬, দাগ নং-৪৮৭ তে সরকারি শর্ত সাপেক্ষে গভীর নলকূপ স্থাপন করে দীর্ঘদিন যাবত সেচ কার্য পরিচালনা করছেন। একপর্যায়ে ৬ই ডিসেম্বর সোমবার সন্ধ্যায় একই এলাকার চককানু গ্রামের মৃত মনছের আলী প্রাং এর ছেলে আব্দুল কাদের প্রাং ও মৃত অছির উদ্দিন প্রাং ছেলে আব্দুল বাছেদ প্রাং তার সেচ স্কীম এলাকায় অবৈধভাবে অগভীর নলকূপ স্থান করে সেচ কার্য পরিচালনার জন্য আমাকে ভয়-ভীতি সহ প্রাণ নাশের হুমকী প্রদান করছে এবং সে সেচ কার্য পরিচালনায় বাঁধা প্রদান করে আসছে। এমতবস্থায় রবি মৌসুমী এলাকার স্কীমের আওতায় রোপনকৃত আলুর জমিতে সেচ কার্য ব্যহত হওয়া আকাঙ্খা দেখা দিয়েছে। বর্তমান সরকার যখন খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ মোকাবেলায় দেশের সকল আবাদী-অনাবাদী কৃষি জমিতে চাষাবাদ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছেন। সেই মুহুর্তে এলাকার প্রভাবশালী একটি মহল সেচ কার্যে বাঁধা প্রদান করে এলাকার কৃষকদের রোপনকৃত ফসলের ব্যাপক ক্ষতি সাধনের চেষ্টা করছে। এঘটনায় এলাকার কৃষকরা রোপনকৃত ফসল নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ