নওগাঁয় দুইদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের মধ্যে অধিকার ও মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দাতা সংস্থা হেক্সস/ইপারের সহযোগিতায় স্বেচ্ছাব্রতী সংগঠন ডাসকো ফাউন্ডেশন রিভাইভ প্রকল্পের আওতায় নওগাঁ জেলার মান্দা উপজেলায় গত ২০ ও ২১ ডিসেম্বর ২০২২ দুইদিন ব্যাপী মানবাধিকার কর্মি ও যুবাদের সমন্বয়ে অধিকার ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ এর আয়োজন করেন।
প্রশিক্ষণে আদিবাসী ও প্রান্তিক পর্যায়ের মোট ২৫ যুব প্রতিনিধি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি পরিচালনা করেন আন্তর্জাতিক হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্ট ফাউন্ডেশন এর নওগাঁ জেলার প্রেসিডেন্ট জনাব মোঃ আব্দুল মালেক দেওয়ান ও ভাইস প্রেসিডেন্ট জনাব মো. শাহজাহান আলী মণ্ডল। এছাড়াও রিভাইভ প্রকল্পের উপজেলা অফিসার অরিক চক্রবর্তী, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার রাশেদুল ইসলাম রাশেদ, শিরিন সুলতানা, মেহেদী হাসান প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। প্রতিটি মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার সম্পর্কে জানতে ও বুঝতে পারেন, সেই সাথে তাদের অধিকার সম্পর্কে সোচ্চার থাকতে পারেন সেজন্যেই মূলত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। সেই সাথে স্থানীয় আদিবাসী ও প্রান্তিক পর্যায়ের মানুষের মানবাধিকার লঙ্ঘন হলে কিভাবে তার প্রতিকার করতে হবে এই প্রশিক্ষণের মাধ্যমে সেই বিষয়েও তারা বিস্তারিত ধারণা পান।

প্রেস বিজ্ঞপ্তি