দর্শক মন জয় করে দেশে ফিরলো বগুড়া থিয়েটারের নাট্যকর্মীরা
হালিশহর অ-আ-ক-খ নাট্যদলের আয়োজনে গত ১৭ ডিসেম্বর ভূতবাগান অডিটরিয়ামে নাট্যমেলায় অংশ নিয়ে বগুড়া থিয়েটার মঞ্চায়ন করে নাটক শান্তিরক্ষক।
শান্তিরক্ষক একটি বিদ্রুপাত্মক নাটক। প্রশাসনের একটি দপ্তরে সাধারণ মানুষের হেনস্থার চিত্র তুলে ধরা হয়েছে এ নাটকে। দুর্নীতির বিরুদ্ধে এক সাহসী উচ্চারণের নাটক শান্তিরক্ষক। নাটকটি রচনা করেছেন বিষ্ণু বসু, নির্দেশনা দিয়েছেন তৌফিক হাসান ময়না।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দ্বীন মোহাম্মদ দীনু, অলক পাল, সুপিন বর্মন ও মিজানুর নিয়ম। প্রায় ১০ বছর পর বগুড়া থিয়েটারের শান্তিরক্ষক নাটকটি পুনরায় মঞ্চে নিয়ে এলো।
এ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে বগুড়া ও হালিসহরের সংস্কৃতি কর্মীদের রচিত হলো এক সেতুবন্ধন। ১৭ ডিসেম্বর উৎসব প্রাঙ্গনে সন্ধ্যায় বাংলাদেশের নাটকের কথা শুনে বহু দর্শক উপস্থিত হয়। দর্শক আসন পূর্ণ হবার পর প্রচুর দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখেন।
অ আ ক খ দলপ্রধান, বিশিষ্ট নাট্য অভিনেতা ও নির্দেশক দেবাশীষ নন্দী জানান ভিসা জটিলতার কারণে নির্দিষ্ট নাটক মঞ্চায়ন করতে না পারলেও বগুড়া থিয়েটারের বন্ধুরা যে দায়বদ্ধতা দেখিয়ে মাত্র তিন দিনের মধ্যে তাদের পুরাতন প্রযোজনার একটি নাটক মঞ্চায়নের যে বলিষ্ঠ মানসিকতা দেখিয়েছে তা অনন্য।
পশ্চিমবঙ্গের বিদগ্ধ নাট্য সমালোচক, ৪৫ বছর ধরে থিয়েটার পত্রিকার সম্পাদনা পর্ষদের সদস্য প্রতুল কুন্ডু বগুড়া থিয়েটার ও নাট্য মেলায় মঞ্চায়িত বগুড়া থিয়েটারের শান্তিরক্ষক নাটকের সমালোচনায় বলেন, দুই বাংলাতেই নাটকে অকপট সত্য উচ্চারণের সাহস কমে যাচ্ছে, যা মোটেও হবার কথা নয়। বগুড়া থিয়েটার নাট্যজগতের এক উজ্জ্বল নাম। সে কারণেই তারা সাহস করেছে এমন নাটক মঞ্চায়নের। এ নাটকে প্রত্যেক অভিনেতা তাদের নিজ নিজ অভিনয়ে যে মুন্সিয়ানা দেখিয়েছেন তা দর্শক মনে জায়গা করে নিতে বাধ্য।
শান্তিরক্ষক নাটকের অভিনেতা অলক পাল জানান, আয়োজক সংগঠন অ আ ক খ দলের প্রতিটি সদস্য বগুড়া থিয়েটারের অভিনেতাদের যে আন্তরিকতা প্রদর্শন করেছেন তা অভূতপূর্ব। এমন আয়োজনে নাটক মঞ্চায়ন করে ও থিয়েটার কর্মীদের সাথে ভাব বিনিময়ের মাধ্যমে প্রত্যেক নাট্যকর্মী নিজেকে শানিত করতে পারেন।
বগুড়া থিয়েটার দল প্রধান ও নির্দেশক তৌফিক হাসান ময়না কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অ আ ক খ নাট্যদলের প্রতি।
নাটক মঞ্চায়ন শেষে অ আ ক খ এর পক্ষ হতে দেবাশীষ নন্দী ও বগুড়া থিয়েটারের পক্ষ হতে দ্বীন মোহাম্মদ দীনু পরষ্পর দুটি সংগঠনের মাঝে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
উল্লেখ্য অ আ ক খ নাট্য উৎসবে কোলকাতার ১৫ টি দল ও বাংলাদেশ থেকে শুধু বগুড়া থিয়েটার আমন্ত্রিত হয়েছিল। উৎসবে মোট ১৬ টি নাটক মঞ্চায়িত হয়। উৎসবের সমাপ্তিতে দুই বাংলার নাট্যকর্মীরা আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানের সাথে গলা মেলান ও নাটকের অন্ধকার দূর করার প্রতিজ্ঞা করেন।

প্রেস বিজ্ঞপ্তি