বগুড়ার শেরপুরে পূবালী ব্যাংক শাখার ১ম বর্ষপূর্তি উদযাপন
পূবালী ব্যাংক বগুড়ার শেরপুর শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে বুধবার (২১ ডিসেম্বর) শহরের ধুনটমোড়স্থ শাখা কার্যালয়ে বর্ষপূতির কেক কাটা হয়। পরে শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বগুড়া অঞ্চলের প্রধান বেল্লাল হোসেন। অত্র এলাকার ব্যবসা-বাণিজ্য
সম্প্রসারণ ও উন্নয়নে পূবালী ব্যাংকের শেরপুর শাখাটি উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে মন্তব্য করে তিনি বলেন, মাত্র এক বছরের মধ্যেই এটি লাভজনক শাখা হতে চলেছে। পূবালী ব্যাংক সর্বোত্তম হিসেবে এরইমধ্যে জনগণের আস্থার প্রতীকে পরিনত হয়েছে। তাই আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য পূবালী ব্যাংক প্রতিজ্ঞাবদ্ধ। উন্নত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের সেই প্রত্যাশা পুরণে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠানে শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ শফিকুল ইসলাম শিরু, শেরপুর থানা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ¦ আব্দুল কুদ্দুস কুদু, দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি আইয়ুব আলী, গ্রাহকদের পক্ষে ব্যবসায়ী হুমায়ুন
কবির প্রমূখ বক্তব্য রাখেন। এরআগে আমন্ত্রিত অতিথিরা বর্ষপূতির কেক কাটেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি