আত্মহত্যা প্রতিরোধ সচেতনতায় শিবগঞ্জ থানা পুলিশ
সারা বিশে^ আশঙ্কা জনক হারে বৃদ্ধি পাচ্ছে আত্মহত্যা প্রবণতা। এর ধারাবাহিকতায় বাংলাদেশেও আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে। বগুড়া জেলার মধ্যে শিবগঞ্জ উপজেলা আত্মহত্যা প্রবণতা লাল রেখা অতিক্রম করেছে অনেক আগেই। এদের মধ্যে নারীদের আত্মহত্যার প্রবণতা অধিক।
এক বেসরকারি জরিপে জানা যায়, জেলার মধ্যে ১ম সারিতে রয়েছে শিবগঞ্জ উপজেলা। সাধারনত কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বৃদ্ধদের মতো ব্যক্তিও রয়েছে এই সারিতে। গত কয়েক মাসে শতাধিক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলায়। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে প্রেমে ব্যর্থতা,পরকিয়া, মাদক দ্রব্য গ্রহণ, পারিবারিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত হতাশার কারণে এই সব আত্মহত্যার ঘটনা ঘটে আসছে। এ আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উৎগ্রীব অভিভাবক মহল। এমতবস্থায় সরকার ও বিভিন্ন দাতা সংস্থার বেসরকারি সংস্থা (এনজিও) জনসচেতনার বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
বর্তমান সময়ে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ। এর ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ শিবগঞ্জ থানার আয়োজনে ও
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সহযোগিতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের সাতায়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকালে এক আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) শিবগঞ্জ জোনাল ম্যানেজার আতাউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, উপ-পুলিশ পরিদর্শক এস.আই তাজুল ইসলাম, কৃষক লীগ নেত্রী ফাহিমা আক্তার, সমাজসেবক হানজালা রহমান রানা, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ