বগুড়ায় ৪র্থ ডোজ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু শনিবার
বগুড়া সদর উপজেলা ও পৌর এলাকা পর্যায়ে কোভিড-১৯ ৪র্থ ডোজ বা ২য় বুষ্টার ডোজ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর শনিবার। সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ সামির হোসেন মিশু এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-সেবা, বগুড়া সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম।
৬০ বছর উর্দ্ধ বয়সী জনগোষ্ঠী এবং ১৮ বছরের বেশী বয়সী স্বল্প রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জনগোষ্ঠী, গর্ভবতী মহিলা ও দুগ্ধদানকারী মা এবং সম্মুখ সারির যোদ্ধাদের ১ ডোজ করে ৪র্থ ডোজ বা ২য় বুষ্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হবে।

ষ্টাফ রিপোর্টার