আত্মহত্যাকারীর দুনিয়া ও আখেরাতে তার কোন স্থান নেই ইউএনও শিবগঞ্জ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেছেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি জন্ম-মৃত্যু নির্ধারণ করেছেন। মানুষের আত্মহত্যার করার কোন অধিকার নাই। আত্মহত্যা মহাপাপ।
আত্মহত্যাকারীর দুনিয়া ও আখেরাতে তার কোন স্থান নেই। মানুষ আবেগ প্রবণ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। নিজের জীবন নিজে শেষ
করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি। মানুষের কৃতকর্মের ফল স্বয়ং আল্লাহ পাক নিজে দিবেন। কে বেহেস্তে কে জাহান্নামে যাবে কেউ
বলতে পারবে না। যে আত্মহত্যা করবে সে ব্যক্তি আল্লাহর নির্দেশনা অমান্য করল। আল্লাহর নির্দেশনা অমান্য করলে আল্লাহ কাউকে ছাড় দিবেন না। তাই তিনি সকলকে আত্মহত্যার মতো জঘন্যতম কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি বাংলাদেশ পুলিশ শিবগঞ্জ থানার আয়োজনে এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সহযোগিতায় হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্যে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলছে। বগুড়া জেলার মধ্যে শিবগঞ্জ উপজেলা আত্মহত্যা প্রবণতা লাল রেখা অতিক্রম করেছে অনেক আগেই। এদের মধ্যে নারীদের আত্মহত্যার প্রবণতা অধিক। গত কয়েক দিনে শিবগঞ্জ উপজেলায় ৬ জন ব্যক্তি আত্মহত্যা করেছে। সর্বশেষ আবির নামে ১২ বছরের এক শিশু মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরকম ঘটনা আর যেন না ঘটে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বৃদ্ধদের মতো ব্যক্তিও রয়েছে এই সারিতে। গত এক বছরে শতাধিক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে শিবগঞ্জ উপজেলায়। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা গেছে প্রেমে ব্যর্থতা,পরকিয়া, মাদক দ্রব্য গ্রহণ, পারিবারিক দ্বন্দ্ব, পিতামাতার প্রতি অভিমান, মোবাইল ফোনে আশক্তি এবং ব্যক্তিগত হতাশার কারণে এই সব আত্মহত্যার ঘটনা ঘটে আসছে। এ আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উৎগ্রীব অভিভাবক মহল। তাই আমাদেরকে এখনি সচেতন হতে হবে। বর্তমানে সরকার ও বিভিন্ন দাতা সংস্থার বেসরকারি সংস্থা (এনজিও) জনসচেতনার বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ। এর ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ শিবগঞ্জ থানার আয়োজনে ও গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর সহযোগিতায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে এক আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকার নারী-পুরুষদের নিয়ে এক আলোচনা সভা মোকামতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব সবুজের সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও আরো বক্তব্য রাখেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক এস.আই রিপন মিয়া, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তার মিঠু, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, রহবল শিবগঞ্জ গাক এরিয়া ম্যানেজার আতাউর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুর রউফ রুবেল ইউপি সদস্য আবু হানিফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক খালিদ হাসান।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ