বগুড়ায় ছুরিকাঘাতে ওষুধ প্রতিষ্ঠানের কর্মচারী খুন
বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ওষুধ প্রতিষ্ঠানে কর্মরত মতিউর রহমান (৪০) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার সকাল সোয়া ৯ টার দিকে শহরের নিশিন্দারা এলাকার এক এনার্জি পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
মতিউর রহমান বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের কালিবালা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি শহরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত ছিলেন।
বিষয়গুলো মুঠোফোনে নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিয়া।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, শনিবার সকালে মতিউর বাড়ি থেকে বের হয়ে গোদারপাড়া তার অফিসে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে নিশিন্দারা এলাকায় ছুরিকাঘাত করেন। স্থানীয়রা মতিউরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবু কুমার সাহা জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হওয়া মতিউরের পায়ের উরু ও পেছনে আঘাতের চিহ্ন আছে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে দুপুরে মতিউরের পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবার এজাহার দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে তার পূর্ব শত্রুতার কিছু জের নজরে এসেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে মর্মে জানান এই কর্মকর্তা।

ষ্টাফ রিপোর্টার