পার্বতীপুর পলাশবাড়ী ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার।
সীমানা জটিলতার কারনে প্রায় ১২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ইউনিয়ন পরিষদের নির্বাচন। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী প্রচারণা ততই জমে উঠছে। এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৩ জন শক্তিশালী প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুহাম্মদ রুহুল আমিন (প্রভাষক), স্বন্তন্ত্র প্রার্থী (বিএনপি পন্থী) মোঃ ওয়াহেদুল হক সরদার (আনারস মার্কা) ও স্বন্তন্ত্র প্রার্থী মোফাক্ষারুল ইসলাম ফারুক (মোটর সাইকেল মার্কা)।
৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন। মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫’শ ৩ জন ও নারী ভোটার ১৪ হাজার ৫’শ ৩৯ জন। ইউনিয়ন সংলগ্ন পার্বতীপুর পৌরসভা ও ৩ নম্বর রামপুর ইউনিয়ন। পৌরসভা ও এই দুই ইউনিয়নের সীমানা জটিলতা নিয়ে বিরোধের কারনে দীর্ঘদিন ধরে দুই ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর সীমানা জটিলতা নিসরন হওয়ায় ইতোমধ্যে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে পলাশবাড়ী ইউনিয়ন
পরিষদের নির্বাচন। তবে এখনো অনুষ্ঠিত হয়নি ৩ নম্বর রামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা যে যার অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চোখে পড়ার মতো। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা। বিভিন্ন কায়দায় চলছে ভোট প্রার্থণা। ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুহাম্মদ রুহুল আমিন। দলীয় নেতাকর্মীরা তার পক্ষে ভোট প্রার্থনা করা ছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা, বৈঠক ও সমাবেশ করছেন। অন্য দ’ুজন চেয়ারম্যান প্রার্থী মোফাক্ষারুল ইসলাম ফারুক ও মোঃ ওয়াহেদুল হক সরদার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
জমজমাটভাবে ইউনিয়ণ পরিষদের নির্বাচনী প্রচারণা চললেও এপর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে এ অবস্থা বিদ্যমান থাকলে শান্তিপূর্ণভাবে এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি-