পঞ্চগড়ে শীতের দাপট অব্যাহত
পঞ্চগড়ে গত কদিন ধরে চলা কুয়াশার সাথে যোগ দিয়েছে হালকা শিশির। দুপুর পর্যন্ত সুর্যের দেখা না মেলায় কুয়াশা আর শিশিরভেজা তীব্র ঠান্ডায় কাবু হয়ে পড়েছে জেলার মানুষ। সবচেয়ে দুর্ভোগে পড়েছে দুঃস্থ ও নিম্ন আয়ের লোকজন। ঠান্ডার কারণে ঘর থেকে বের হতে না পারায় আর্থিক দৈন্যতায় পড়েছে তারা। এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘনকুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন সড়কে ভারী যানবাহন গুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
ধনীপাড়া এলাকার মোতাহার হোসেন বলেন, তীব্র শীতের কারণে চায়ের পাতা বিবর্ণ হওয়া রোধে বাড়তি স্প্রে করতে হচ্ছে।রেলস্টেশন এলাকার বাবুল ও ছায়দার আলী বলেন, দিন দিন শীতের তীব্রতা বেড়ে চলায় স্বাভাবিক কাজগুলো করতে সমস্যায় পড়ছেন।গৃহবধূ আন্জুমান আরা বলেন, আজকের ঠান্ডা শরীরের ভেতর হাড়গুলোকে কাঁপিয়ে দিচ্ছে।
পরিবারের জন্য রান্না-বান্নার কাজ করতেও খুব সমস্যা হচ্ছে। ঘাটিয়ার পাড়া গ্রামের দধি মোহাম্মদ বলেন, ভোর থেকে ঘনকুয়াশা আর হালকা শিশির থাকায় ঘর থেকে বাইরে বেরুতেই তার কষ্ট হচ্ছে। ইজিবাইক চালক আবুল কালাম জানান,ভোরে গাড়ী নিয়ে বের হয়েছে। ঘনকুয়াশার জন্য রাস্তা-ঘাট কিছুই দেখা যায় না। ঠান্ডার কারণে যাত্রীরাও বাড়ি থেকে বের হয় না। একই কারণে ভাড়া তেমন একটা না পাওয়ায় আয়ও কমে গেছে।
তেঁতুলিয়া আবহাওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল শাহ জানান, শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি