পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের ৫ মামলায় আসামী সহস্রাধিক
শনিবার বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় ৫টি মামলা করেছে।
শনিবার রাতে এসব মামলা করা হয় বলে পঞ্চগড় থানা সূত্রে জানা গেছে। এসব মামলায় ৮১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় এক হাজার ২শ জনকে আসামী করা হয়েছে। শনিবার রাতেই ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষের সময় নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের লাশের ময়নাতদন্ত শেষে
রোববার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আছর বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর জোত দেবীকান্ত সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে হরিপুর চন্দপাড়া কবরস্থানে নিহত বিএনপি নেতা আরেফিনের মরদেহ দাফন করা হয়। জানাযায় পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ম আহবায়ক পঞ্চগড় পৌরসভার সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পঞ্চগড় প্রতিনিধি