বগুড়া ৬ আসনের নির্বাচনে রুবেলের জাপা থেকে মনোনয়ন উত্তোলন
বগুড়া সদর ৬ আসনের উপ নিবাচনে জাতীয় সংসদ সদস্য পদে আজিজ আহমেদ রুবেল জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
শনিবার ঢাকা জাতীয় পাটির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র নেন। রুবেল জাতীয় স্বেচ্ছাসেবক দলের বগুড়া জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। রুবেল রাজনীতির পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের আলো র স্টাফ রিপোর্টার, বগুড়া পদে কর্মরত আছেন।
আজিজ আহমেদ রুবেল জানান, বগুড়া ৬ আসনে উপ নিবাচনে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ থেকে আজ দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করে তা যথাযথ ভাবে পুরন করে জমা দিয়েছি। আশা করছি দলীয় চেয়ারম্যান আমাকে মনোনয়ন দেবেন। নির্বাচিত হলে এই অবহেলিত বগুড়া ৬ আসনের জনসাধারণের কল্যানে কাজ করব।
উল্লেখ, গত ১০ ডিসেম্বর বিএনপির ৭ সংসদ সদস্য পদত্যাগ করায় বগুড়া জেলার ২ টি আসন শুন্য হয়ে পড়েছে। সেই শুন্য আসন দুটি হলো, বগুড়া ৪ নন্দীগ্রাম কাহালু উপজেলা নিয়ে এবং বগুড়া ৬ আসন সদর উপজেলা নিয়ে গঠিত হয়েছে। এ আসনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে বিজয়ী হন বিএনপির মহাসচিব মীজা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দিতা করেছিলেন জাতীয় পার্টির জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর। বিজয়ী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি। সেকারণে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে উপ নিবাচনে বিএনপির নেতা সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ধান শীর্ষ মার্কায় বিজয লাভ করেন।
প্রতিদ্বন্দিতা করেছিলেন আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা। চলতি মাসের ১০ তারিখে দলীয় সিদ্ধান্ত মতে গোলাম মোহাম্মদ সিরাজ পদত্যাগ করেন।

ষ্টাফ রিপোর্টার