শিবগঞ্জে শিশুর গলা কাটা মৃতদেহ উদ্ধার
বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ সিফাত নামে ১৩ বছরের এক শিশুর গলা কাটা লাশ উদ্ধার করেছে। নিহত সিফাত বগুড়ার সদর থানার নিশিন্ধারা (নূরানী মোড়) খাঁ পাড়ার শাহ আলম প্রাং এর ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের নাগর নদীর তীরবর্তী বাঁশঝাড় এলাকায়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে কাক্ষিত অর্থ না পাওয়ায় অথবা টিকটক, প্রেম ঘটিত ঘটনায় জড়িত থাকতে পারে। দুষ্টকারীদের চিন্তে পারায় এমন ঘটনায় ছেলেটিকে হত্যা করা হয়েছে। সংবাদ পেয়ে সহকারি পুলিশ সুপার শিবগঞ্জ
সার্কেল তানভীর আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, রবিবার দিবাগত রাতের যে কোন সময় শিশুটিকে জবাই করে হত্যা করা হয়। শিশুটির পড়নে
জিন্সের প্যান্ট, শার্ট ও বুট জুতা ছিল। ঘটনাস্থল থেকে ও সীম বিহীন স্মার্ট মোবাইল ফোন ও একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। মৃত দেহের সুরাতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ