শিবগঞ্জে ৫১তম জাতীয় শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৯৫টি স্কুল, মাদ্রাসা শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৫১তম জাতীয় শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা সফল ভাবে পরিচালনার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বীরমুক্তিযোদ্ধা শহিদ হাফিজার রহমান মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা টি.এম আব্দুল হামিদ, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউলর রহমান মন্ডল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল মান্নান। এসময় উপস্থিত ছিলেন উথলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুল আলম, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, রোকেয়া সাত্তার উচ্চ বিদ্যালয় শরীর চর্চা শিক্ষক প্রাণ গোপাল বিপ্লব, রবিউল ইসলাম, বিমল সরকার, আব্দুর রশিদ, শিবগঞ্জ ফাযিল ডিগ্রী মাদ্রাসা শরীর চর্চা শিক্ষক সাইফুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক মোখলেছুর রহমান দুলু।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ