ক্ষেতমজুর সমিতি বগুড়ার অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি
৬০ বছর হলেই শ্রমজীবী মজুরদের পেনশন প্রদান, পল্লী রেশন চালু, গ্রামীণ কর্মসূচি ও বরাদ্দে লুটপাট বন্ধের দাবীতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১১ টায় বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ এর সভাপতিত্বে এবং বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি বগুড়ার সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, ক্ষেতমজুর সমিতি বগুড়ার সহ-সভাপতি আব্দুস সামাদ প্রাং, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, বগুড়া সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, উদীচী বগুড়ার সহ-সভাপতি এ্যাড লুৎফর রহমান, যুব ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ রবিন, ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, "দেশে প্রায় ৬ কোটি মানুষ ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী। সংখ্যাগরিষ্ঠ এই বৃহৎ অংশ আজ সমাজে সবচেয়ে শোষিত, বঞ্চিত ও অবহেলিত। তাদের জীবনে খাদ্য, স্বাস্থ্য ও বাসস্থানের কোনো নিরাপত্তা নেই। দিনমজুর ও গ্রামীণ শ্রমজীবীরা যতক্ষণ শরীরে শক্তি থাকে ততক্ষণ গতর খেটে জীবন চালায়। কিন্তু বয়স্ক অবস্থায় তাদের জীবন আর চলে না। তখন তারা না খেয়ে, বিনা চিকিৎসায় জীবন কাটায়। দুঃখ কষ্টের সীমা থাকে না তাদের। তাই এসব শ্রমজীবী মানুষের বয়স ৬০ বছর হলেই তাদের পেনশনের আওতায় এনে মাসিক ১০ হাজার টাকা প্রদান করতে হবে।"
এছাড়া গ্রাম ও শহরের গরীবদের জন্য রেশনিং ব্যবস্থা চালু এবং গ্রামীণ প্রকল্প ও কর্মসূচির বরাদ্দে লুটপাট বন্ধের দাবি জানান বক্তারা। অবস্থান ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রেস বিজ্ঞপ্তি