ওয়াইএমসিএ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাঙ্গন একটি পবিত্র স্থান। শিক্ষার এ পাদপিঠে দাঁড়িয়েই আমাদের ভবিষ্যৎ নাগরিকরা তাদের জীবন গড়ে তোলে। ছাত্র জীবন হলো শিষ্টাচার ও সৌজন্য আহরণের যথার্থকাল। তার উন্মেষলগ্নে শিষ্টাচার ও সৌজন্যের ছোঁয়াতেই ছাত্র হয় বিনীত ভদ্র। নতুন প্রাণ সম্পদে হয় গৌরাবান্মিত। মানুষের জ্ঞান চর্চার শুরুতেই ছাত্র-শিক্ষকের সম্পর্কের সূচনা হয়। শিক্ষক তার মেধা দিয়ে শিক্ষার্থীর খোরাক মেটাতে সচেষ্ট হন। যে ছাত্র তার নম্রতা ও শিষ্টাচার দ্বারা শিক্ষকের সংস্পর্শে ও শিক্ষকের হৃদয় ছুঁতে পারবে সে ছাত্র অবশ্যই শ্রেণীর সেরা ছাত্র হিসেবে পরিচিতি পাবে। অবশ্যই ফলাফলে ভালো অবস্থানে যাবে। নার্সারী হতে দশম শ্রেণী পর্যন্ত ভালো ফলাফলপ্রাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, ছাত্রদের মাঝে এ ধরনের প্রতিযোগিতা থাকলে তারা অবশ্যই ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। এ প্রেরণা দিয়ে এগাতে পারলে শুধু শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে না, জাতি পাবে আলোকিত মানুষ, বাবা-মা পাবে আদর্শ সন্তান।
এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরা, সহকারি প্রধান শিক্ষক পারভীন আক্তারসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি