শিবগঞ্জ পৌর এলাকার বেলগাড়ীতে নতুন মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বেলগাড়ী গ্রামের মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য নিকটতম মসজিদ না থাকায় একটি নতুন মসজিদ এর ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
এলাকার জনৈক্য ব্যবসায়ী এই মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। বুধবার আনুষ্ঠানিক ভাবে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ও স্ট্যাম্প ভেন্ডার আলহাজ্ব মনোয়ার হোসেন, আলহাজ¦ মাহেদুল ইসলাম লাকী, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পৌর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, মাহদী হাসান তমাল, রমিও প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ