বগুড়ায় ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রা
স্বপ্নের মেট্রোরেল চালু করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বগুড়ায় আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রলীগ এই আনন্দ শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা। সভাপতি বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ সারাবিশে^ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তিনি উন্নয়নের অগ্রযাত্রায় যথেষ্ট ভূমিকা পালন করেছেন। যার নিদর্শন হিসেবে আমারা দেখছি পদ্মা সেতু এবং মেট্রোরেলের মত বড় বড় মেগা প্রকল্প। আমরা বগুড়া জেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তিনি ইতিমেধ্য ঘোষনা দিয়েছেন এই বাংলাদেশ শুধু ডিজিটালই হবে না এর সাথে সাথে ২০৪১ সালে মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে সজীব সাহা আরো বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে চান, সেই স্বপ্নকে পূরুন করার জন্য রাজপথ থেকে শুরু করে সকল ক্ষেত্রে বগুড়ার ছাত্রসমাজ একত্রি হয়ে আপনার পাশে সর্বদা থাকবে। এসময় তিনি জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল যড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি