সাতমাথা মুজিবমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী সৃজনের উৎসবে ঐতিহ্যের নাটগীত
ছয় ঋতুর অটুট বন্ধনে বেঁধেছে বাংলার জলবায়ু, তার সৃজনের সাথে বাঙালির সংস্কৃতির বন্ধন । প্রকৃতির মনন থেকে জন্ম নিয়ে এই জনপদের হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতি গড়ে উঠেছে । বাংলাদেশ গ্রাম থিয়েটার বহন করে শিল্পের শিকড় বাহিত রসের ঐতিহ্যের নাটগীত ।
বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের পুন্ড্র অঞ্চলের (বগুড়া-জয়পুরহাট) আয়োজনে আজ থেকে ৩০ ও ৩১ ডিসেম্বর, সাতমাথা মুজিবমঞ্চে শুরু হলো দুই দিনব্যাপী সম্মেলন ও ঐতিহ্যের নাটগীত আয়োজন।
দুই দিন ব্যাপী উৎসবে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
উদ্বোধনী আয়োজনে জাতীয় পতাকা এবং গ্রাম থিয়েটারের দলীয় পতাকা উত্তোলন করা হয়, এসময় বগুড়া থিয়েটার এবং কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা জাতীয় সঙ্গীত এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের দলীয় সংগীত পরিবেশন করে। এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উদ্বোধন ঘোষণার পর ঢাকে ঢোলে গ্রাম থিয়েটারের পাঁচ শতাধিক নাট্যকর্মী নেচে গেয়ে আনন্দ পদযাত্রার মাধ্যমে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উদ্বোধনী আলোচনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ সিদ্দিকি, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক সম্পাদক আব্দুল হান্নান, বগুড়া থিয়েটারের সিনিয়র সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য শঙ্কর, পুণ্ড্রবর্ধন সাহিত্য কল্যাণ পরিষদের সভাপতি এ্যাড. জাকিউল আলম সোহেল, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, আলোচনা সভার সভাপতিত্ব করেন পুন্ড্র অঞ্চলের সমন্বয়কারী শাহাজাদ আলী বাদশা। উদ্বোধনী আলোচনার পর পরিবেশিত হয় নৌকা বাইচের গান, আদিবাসী নৃত্য, অঞ্চলের গান ও লাঠিখেলা।
উদ্বোধনী দিনে নাটক পরিবেশন করে প্রভাতী থিয়েটার পাঁচপীর থিয়েটার,কাহালু, সোনাতলা থিয়েটার, সবুজ সারথি থিয়েটার, কলেজ থিয়েটার, পাঁচবিবি থিয়েটার ও যমুনা থিয়েটার।
বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান মজনু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির হিমু,প্রবন্ধকার ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু । অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া থিয়েটারের নাট্যকর্মী অলক পাল।
পুন্ড্র অঞ্চলের এই সম্মেলনে অংশ নেয় বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, কাহালু থিয়েটার, ধুনট থিয়েটার, নাগর থিয়েটার, যমুনা থিয়েটার, শান্তিনগর থিয়েটার, আক্কেলপুর থিয়েটার, প্রভাতি থিয়েটার, সোনাতলা থিয়েটার, গোলাবাড়ী থিয়েটার, পাঁচবিবি থিয়েটার, অদমদীঘি থিয়েটার, রামনগর সারিয়াকান্দি থিয়েটার, সবুজ সারথি থিয়েটার।

প্রেস বিজ্ঞপ্তি