আদমদীঘিতে বই বিতরনে সময় উৎকোচ চাওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
বগুড়ার আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয় গুলোতে সরকারি নতুন বই সরবরাহ কালে সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিনের বিরুদ্ধে উৎকোচ চাওয়ার অভিযোগ উঠেছে। বছরের প্রথম দিন মানেই, দেশের সব স্কুল শিক্ষার্থীদের উৎসবের দিন।
সারা দেশের মতো আদমদীঘির সকল স্কুলের শিক্ষার্থীরাও দিন গুনছেন কবে আসবে ১ লা জানুয়ারী। ইতিমধ্যে উপজেলা শিক্ষা অফিস বিদ্যালয় গুলোতে বই বিতরনের কাজ শুরু করে দিয়েছে। গত(২৮ ডিসেম্বর)বুধবার উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর নূরানী স্কুলের সহকারী শিক্ষক বজলুল ইসলাম বেলাল তার স্কুলের নতুন বছরের(২০২৩ইং) শিক্ষার্থীদের জন্য বই এর চহিদাপত্র জমা দেন বই বিতরনের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিনের কাছে। এসময় উপজেলা সহকারি শিক্ষা অফিসার রুহুল আমিন শিক্ষক বজলুল ইসলাম বেলালকে ২৯ ডিসেম্বর বৃহস্প্রতিবার বই নিতে আসেন বলেন। শিক্ষক বজলুল ইসলাম বেলাল বৃহস্প্রতিবার উপজেলা শিক্ষা অফিসে বই নিতে আসলে তার কাছ থেকে উপজেলা সহকারি শিক্ষা অফিসারের নির্দ্দেশ মতে ১৫শত টাকা দাবী করেন বই বিতরণে মৌখিক ভাবে নিয়োজিত থাকা কাথলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী গোলাম রব্বানী। এছাড়াও প্রতিবারের ন্যায় এবারও উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরনের সময় ১শ’ টাকা করে সেলামি নেয়ার অভিযোগ রয়েছে। শিক্ষক বজলুল ইসলাম বেলাল জানান, বই নিতে আসলে আমার কাছ থেকে ১৫শ টাকা চাওয়া হয়। ওই পরিমান টাকা না দেওয়ায় আমাকে বই দেয় না। শিক্ষক বজলুল ইসলাম বেলাল বই না পেয়ে ফিরে যাওয়ার সময় পথিমধ্যে দেখা হয় উপজেলা সদরের শিয়ালসন গ্রামের জনৈক সমাজ সেবক ফাহিম হোসেনের সাথে। ফাহিমের সাথে শিক্ষক বেলালের দেখা হলে তিনি ঘটনা বলতে বলতে ক্ষোভে যন্ত্রনায় বইয়ের চাহিদা পত্রের ফটোকপি ছিড়ে ফেলেন। ঠিক এই সময় হঠাৎ বই বিতরণস্থলে উপস্থিত হন গণমাধ্যমকর্মীরা।
এরপর গণমাধ্যমকর্মীরা শিক্ষক বজলুল ইসলাম বেলালকে নিয়ে বই বিতরনস্থলে যান। এসময় সহকারি শিক্ষা অফিসার ও বই নিতে আসা শিক্ষক বজলুল ইসলাম বেলাল এর কতোপকোথনের ভিডিও ধারণ করেন গণমাদ্যকর্মীরা। ধারণকৃত ভিডিওটি ফেসবুক আইডি পোষ্ট করলে মুর্হুতের মধ্যে ভাইরাল হয়ে যায় বই বিতরণকালে চাওয়া অর্থের বিষয়টি।
বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীরা উপজেলা সহকারি শিক্ষা অফিসার রহুল আমিনের কাছ থেকে তথ্য জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের সাথে অসদাচারণ করেন এবং বই দেয়ার নামে টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম দেওয়ানের সাথে কথা বললে তিনি জানান, প্রতিটি বিদ্যালয়ের নিকট থেকে ১শ টাকা করে আপ্যায়ন ও বই বিতরণ কাজে নিয়োজিত লেবার খরচ বাবদ নেয়া হয়েছে। তবে সহকারি শিক্ষা অফিসারের অনাকাঙ্খিত এরূপ ঘটনার জন্য দুঃখিত।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার জানান, বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ