আদমদীঘিতে যাত্রীবেসে গাঁজা বহনের সময় গ্রেফতার-১
বগুড়ার আদমদীঘিতে পুলিশ এক অভিযান চালিয়ে রাসেল (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে এক কেজি ২শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে।
শুক্রবার সকাল ৭টায় উপজেলার পৌর শহরের হবির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল নওগাঁ জেলার সদর থানার চকবারিয়া গ্রামের বাবুল সরদারের ছেলে।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদনী পরিবহনে গাঁজার একটি চালান আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ী পুলিশ হবির মোড় এলাকায় ওই বাসে অভিযান চালায়। এসময় বাস যাত্রী রাসেলকে এক কেজি ২শ গ্রাম সহ তাকে গ্রেফতার করে পুলিশ। এ
ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনায় থানায় একটি মাদক মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাসেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ