পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২২-২০২৩ শুরু হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল তিনটায় উপজেলার এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে ওই ফুটবল টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করেন পাবর্তীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবর্তীপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল মোমিনিন মোমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রুকশানা বারী রুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিপ্লব।
এ সময় অন্যান্যদের মধ্যে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির উপদেষ্টা ও পার্বতীপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক আলহাজ্ব মো. জালাল উদ্দিন, সাবেক সভাপতি এ কে এম খুরশীদ আলম মজনু, সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. বাবর আলী, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন পিন্টু, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক মুহিবুল্লাহ্ হাসান বিপুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি আলহাজ্ব মো. হাফিজুল ইসলাম প্রামানিক বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
শুক্রবার বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম যশোরের এসকে স্পোটিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়।
এতে নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি ৩ - ০ গোলে যশোরের এসকে স্পোটিং ক্লাবকে হারিয়েছে। সৈয়দপুর ফুটবল একাডেমির ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুমন একটি এবং ১৬ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় অ্যামেকা দলের পক্ষে দুইটি গোল করেন।
গতকালকের উদ্বোধনী খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন রংপুরের কাউনিয়ার মো. সাইদুজ্জামান বাবু। আর এ খেলায় সহকারি রেফারী ছিলেন মিল্টন ও শাহাদাৎ।
আগামী ৬ ফেব্রুয়ারী (শুক্রবার) বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় মাচে চুয়াডাঙ্গার উক্তো খেলোয়াড় একাদশ বনাম পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ধারা বর্ণনা করেন দিনাজপুরের বীরগঞ্জের স্বনামখ্যাত ধারা ভাষ্যকার মো. তাইফুল ইসলাম তফু ও পার্বতীপুরের খোরশেদ রায়হান।
বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে নীলফামারীর সৈয়দপুর, রংপুর, পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, যশোর ও নারায়নগঞ্জের আটটি ফুটবল দল অংশ নিচ্ছে। এতে অংশ গ্রহনকারী দলগুলো হচ্ছে,নীলফামারীর সৈয়দপুর ফুটবল একাডেমি, যশোরের এসকে স্পোটিং ক্লাব, চুয়াডাঙ্গার উক্তো খেলোয়াড় একাদশ, রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতি, পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি, রংপুরের জয় স্পোটিং ক্লাব, জয়পুরহাট জেলা ফুটবল দল এবং নারায়নগঞ্জের বঙ্গবীর সংসদ ফুটবল একাডেমি।
আগামী ১০ ফেব্রুয়ারি টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর এ ফাইনাল খেলার মধ্যদিয়ে টুর্ণামেন্টে পরিসমাপ্তি ঘটবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: