বছর বদলায়,বদলায় না ক্যালেন্ডার বিক্রেতা রহিমের জীবন
রাত পার হলেই নতুন বছর। নতুন বছরের দিনপঞ্জির হিসেবে রাখতে নতুন ক্যালেন্ডার ঘরে,অফিসে রাখা অনেকের কাছে অপরিহার্য। তাই বছরের এই সময়টাতে মৌসুমি ক্যালেন্ডার বিক্রেতার দেখা যায় শহরের সড়কে,অলি গলিতে। আবার কিছু ক্যালেন্ডারে সরকারি ছুটি থাকায় বাড়তি চাহিদা রয়েছে অনেক ক্রেতার কাছে। কিন্তু ডিজিটাল যুগে ও দ্রব্যমুল্যের দাম বৃদ্ধিতে এ ব্যবসায়ও কিছুটা ভাটা পড়েছে।
শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলায় সান্তাহার রেলওয়ে জংশন ষ্টেশন এলাকায় এক মৌসুমি ক্যালেন্ডার বিক্রেতা আব্দুর রহিমের (৪৫) সাথে কথা হয়। রহিম জানায়, গত ২০ বছর ধরে এই পেশার সাথে তিনি জড়িত। বছরের জানুয়ারী-ফেব্রুয়ারী এই দুই মাস এই ব্যবসা চলে। বছরের অন্য সময় ট্রেনে শিশুদের বই,পাখা ও অনান্য ক্ষুদ্র জিনিস বিক্রি করি। আয় যা হয় তা দিয়ে কোনরকম সংসার চলে। সাইজ ভেদে বিভিন্ন ক্যালেন্ডার বিভিন্ন দামে বিক্রি হয়। বর্তমানে ছোট ক্যালেন্ডার ২০ টাকা, বড়টা ৩০ টাকায় বিক্রি করি। আগের মত ব্যবসা নাই। এখন মোবাইলেই সব পাওয়া যায়। শুধু ক্যালেন্ডারের তারিখ বদলায়, মাস বদলায়। কিন্তু আমাদের ক্ষুদ্র মানুষের জীবন তো বদলায় না। সোহেল রানা নামে একজন ক্রেতা জানায়, এসব ক্যালেন্ডারে বছরের ছুটি সহ দিনপুঞ্জি পাওয়া যায়। তাই ৩০ টাকা দিয়ে একটা ক্যলেন্ডার কিনলাম। আব্দুর রহিমের বাড়ি বগুড়া শহরে। এক রুমের এক ভাড়া বাসায় স্ত্রী,এক কন্যা সন্তান নিয়ে বসবাস করেন। স্ত্রী বাসায় সেলাইয়ের কাজ করে। রহিমের দিন কাটে, রাত কাটে পথে পথে। তার স্বপ্ন শহরে একটি ক্যালেন্ডারের দোকান দেওয়া। কিন্তু তার জন্য অনেক টাকা দরকার। আ্ধসঢ়;দুর রহিম
বিভিন্ন কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ সহ নানা পদের ছবিও বিক্রি করে। বছরের অন্য সময় রহিম ট্রেনে ট্রেনে নানা জিনিস বিক্রি করে। কিন্তু সব ট্রেনে তাকে উঠতে দেওয়া হয় না। প্রচন্ড ভিড়ে রহিমের বিক্রি ভাল হয় না। তবু সে হাল ছাড়ে না। ক্যালেন্ডারের মাস বদলের মত সেও জীবন টাকে বদলাতে চায়।

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ