শিবগঞ্জে শান্তিপূর্ণ ভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা গ্রহনের সিদ্ধান্তে দীর্ঘ ১৩ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা স্থগিত ছিল। এর পরবর্তীতে প্রাথমিক সমাপনি পরীক্ষা পদ্ধতি প্রচলিত ছিল। এর মধ্যে ২ বছর করোনা পরিস্থিতির কারণে সমাপনি পরীক্ষা স্থগিত হয়। এবছর সরকারি সিদ্ধান্তে এক দিনে সকল বিষয়ের উপর পরীক্ষা গ্রহণ করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় সরকার। এর ধারাবাহিকতায় শিবগঞ্জে বানাইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলার ১১শ ৩১ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করে, অনুপস্থিত ছিল ৭ জন ।
পরিক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, শিবগঞ্জ শিক্ষা কর্মকর্তা
এস.এম সারোয়ার জাহান। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বানাইল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ।

শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ