প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৩ ২১:২৪

শিবগঞ্জ বর্ণাঢ্য আয়োজনে পাঠ্য পুস্তক উৎসব দিবস পালিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জ বর্ণাঢ্য আয়োজনে পাঠ্য পুস্তক উৎসব দিবস পালিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা জানুয়ারী ২০২৩ পাঠ্য পুস্তক উৎসব দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

রবিবার শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং উথলী উচ্চ বিদ্যালয় চত্বরে পাঠ্য পুস্তক উৎসব দিবস উদযাপন করা হয়। সকাল ১১.০০ টায় শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে পাঠ্য পুস্তক উৎসব উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা সভাপতি ও উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মেয়র তৌহিদুর রহমান মানিক, শিক্ষা কর্মকর্তা এস.এম গোলাম সারওয়ার জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা টিএম আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার বেল্লাল হোসেন, পরিতোষ চন্দ্র সরকার, ইমদাদ হোসেন, কৃষ্ণা তরফদার, রুশাইদা আক্তার, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক তাজুল ইসলাম, সহকারি শিক্ষক আজিজার রহমান, নজরুল ইসলাম, ডেজি ম্যাডাম, মোস্তাফিজার রহমান রাজা, বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল আজিজ, অপর দিকে শিবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পাঠ্য পুস্তক বিতরণ উৎসব দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল। একই সময়ে উথলী উচ্চ বিদ্যালয় হল রুমে পাঠ্য পুস্তক বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা। সার্বিক তত্ত্ববধানে ছিলেন প্রধান শিক্ষক হাবিবুল আলম। উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক হারুনুর রশিদ হারুন, উপজেলা আওয়ামী লীগ প্রকার ও প্রকাশনা সম্পাদক সোহেল আক্তা মিঠু। এছাড়াও উপজেলার ৯৫টি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি স্কুল এবং ২৪৩টি প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ে এক যোগে বই বিতরণ করা হয়েছে।

উপরে