প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৩ ২৩:২১
মরগেন ইন্ডাস্ট্রিজের উদ্যোগে

পঞ্চগড়ে চায়ের মান উন্নয়নে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে চায়ের মান উন্নয়নে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

পঞ্চগড়ে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চায়ের মান উন্নয়নে সমষ্টিগত উদ্যোগ ও সদস্য সংগ্রহ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার বোয়ালমারীতে মরগেন টি ইন্ডাস্ট্রিজ তাদের কারখানায় ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন। মরগেন টি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আলী চিশতির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন, বাংলাদেশ স্মল টি গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার, বিশিষ্ট চা বাগান মালিক ও কবির ট্রেডার্সের স্বত্তাধিকারী আলহাজ্ব কবির হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে মরগেন টি ইন্ডাস্ট্রিেেজর পক্ষ থেকে বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.
মোহাম্মদ শামীম আল মামুনকে বিদায়ী সংবর্ধনা এবং চা চাষ এবং চা শিল্পে অগ্রণী ভূমিকা পালনের জন্য কয়েকজনকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলার বিভিন্ন চা বাগানের সহস্রাধিক মালিক অংশগ্রহণ করেন। 

উপরে