প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২৩ ২৩:৩২

হিলি সীমান্তে বছরের শুরতেই বই পেয়ে খুশি শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধিঃ
হিলি সীমান্তে বছরের শুরতেই বই পেয়ে খুশি শিক্ষার্থীরা
বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে দিনাজপুরের হিলি সীমান্তের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বই উৎসব পালন করা হয়েছে। বছরের প্রথমদিনে বই হাতে পেয়ে খুশি সীমান্তের ক্ষুদে শিক্ষার্থীরা।
 
রবিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় উপজেলার বাংলাহিলি স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন। অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তিনি।
 
উপজেলা প্রশাসনের তথ্যমতে, এ বছর হিলি  সীমান্তবর্তী উপজেলায় ৬৬ টি প্রাথমিক পর্যায়ে কিন্ডার গার্ডেন ও প্রাথমিক বিদ্যালয়ে ৮ হাজার ৯শ ৮৬ সেট বই এবং উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ে ৮৬,০০০ হাজার সেট নতুন বই বিতরণ করা হবে।
উপরে