সৈয়দপুরে তুলশীরাম বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিতার ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক (ভারপ্রাপ্ত) নাসিমা বানু’র বাবা আবুল হোসেন সরদার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)।
তিনি গত সোমবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১০টায় রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পাঁচ নম্বর পুঁটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামের বাড়ি বাদ জোহর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুম আবুল হোসেন সরদার ছিলেন রংপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী মো.আবুল কালামের শ্বশুর।
তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, পৌর মেয়র রাফিকা আকতার জাহান বেবী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো.আব্দুল ওয়াহিদ, পৌর কাউন্সিলর মো. জোবায়দুল ইসলাম মিন্টু, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কাজী জাহানারা বেগম,সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা,খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মো. রাজিব উদ্দিন বাবু, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ্, সৈয়দপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক, সৈয়দপুর তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান খান, সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তাকিম, জয়দেব কুমার রায়, মো. মশিউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ,সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল,সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান, সাংবাদিক জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: