প্রকাশিত : ৩ জানুয়ারী, ২০২৩ ১৯:২৭

সাপাহারে পাত কুয়াতে বিলিং পদ্ধতি চালু করায় চাষীরা হতাশ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে পাত কুয়াতে বিলিং পদ্ধতি চালু করায় চাষীরা হতাশ

তৎকালীন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরীর আমলে নওগাঁর ঠাঁ ঠাঁ বরেন্দ্র এলাকা সাপাহারের বরেন্দ্র ভুমিতে পাতকুয়া খননের মাধ্যমে স্বল্প সেচে ফসল উৎপাদন প্রকল্পের অধিনে স্থাপিত পাতকুয়াগুলির কিছু কিছু কুয়া সচল থাকলেও বর্তমানে অধিকাংশ কুয়া এখন অচল হয়ে পড়ে রয়েছে। 

উপজেলা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের অফিসে জানিয়েও এর কোন কাজ হয়নি বলে বেশ কিছু ভুক্তভোগী কুয়ার তত্বাবধায়ক পিছলডাঙ্গা গ্রামের বেলাল হোসেন, বাহাপুর গ্রামের সহিদুল ইসলাম ও বাসুলডাঙ্গার গ্রামের আবুল কালাম জানিয়েছেন। 

গত ২০১৭-১৮সালের দিকে স্থাপিত সচল কুয়ার পানি দিয়ে এলাকার বেশ কিছু দরিদ্র শ্রেণীর মানুষ কুয়ার আসে পাশে সামান্য জমিতে রসুন, পিয়াজ, মরিচ ও শাক সব্জী চাষাবাদ করে আসছিল। হঠাৎ করে গত নভেম্বর মাস হতে সচল ওইসব কুয়াগুলিতে উপজেলা বরেন্দ্র অফিস হতে বিলিং সিস্টিমে একটি করে পানির মিটার স্থাপন করে মাসিক বিল আদায় করায় ক্ষুদ্র ও দরিদ্্র ওই সব স্বল্প সেচে সব্জী চাষীগণ হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।

তাদের কথা প্রথমে প্রকল্প স্থাপনের সময় সোলার সিস্টেম এসব কুয়ার পানি ব্যবহারে কোন পয়সা দিতে হবেনা বলে জানানো হলেও হঠাৎ করে এখন পানির বিল করায় ক্ষুদ্র সব্জী চাষীরা বিপাকে পড়েছেন। 

ক্ষুদ্র সব্জীচাষীদের কথা একটি কুয়ার অধিনে কয়েকজন করে চাষী থাকায় প্রথমত প্রত্যেকের নিকট হতে পানির বিল তুলতে ঝামেলা বা গোল মালের সৃষ্টি হতে পারে। তাই তারা সোলার চালিত এসব কুয়া হতে পানির বিল প্রত্যাহার করে পূর্বের অবস্থায় ফিরে যেতে চান। তা না হলে হয়তো ক্ষুদ্র এসব সব্জী চাষীরা সব্জী চাষে তাদের আগ্রহ হারাবে বলেও তারা মনে করছেন।

এবিষয়ে মঙ্গলবার দুপুরে সাপাহার উপজেলা করেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রেজাউল ইসলামের সাথে কথা হলে তিনি জানান যে, প্রকল্পের কাজ শেষ হওয়ার পরে ওই প্রকল্পের ফান্ডে কোন অর্থ জমা নেই কোথাও কোন পাতকুয়া বিকল হয়ে গেলে সেটি পুনরায় মেরামত করার উপায় থাকেনা। তাই সরকারী সিদ্ধান্ত অনুযায়ী পর্যায় ক্রমে প্রতিটি কুয়াকে বিলের আওতায় আনা হবে এবং কৃষকের পানির বিলের আদায়কৃত ওই অর্থ দিয়ে বিকল হওয়া কুয়াগুলি সচল করা হবে, সাপাহারে স্থাপিত প্রায় ১২০টি পাতকুয়া হতে ইতো মধ্যে বেশ কিছু কুয়া  হতে পানির বিল আদায়ও করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। 

উপরে