প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৩ ১৯:০৮

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ায় ছাত্রলীগের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বগুড়ায় ছাত্রলীগের আলোচনা সভা

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, বগুড়া জেলা শাখার তৃণমূল নেতাকর্মীদের উদ্যোগে সাতমাথা টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে বিকাল ৪ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লাহ সরকার স্বপনের সভাপতিত্বে ও সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাব্বী স্বাধীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া শহর ছাত্রলীগের সভাপতি সুজিত কুমার দাস, গাবতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব, দুপচাঁচিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম, ছাত্রলীগ নেতা আল ইমরান হোসেন, আবির হোসের বিদ্যুত, রবিউল ইসলাম সানি, সৈকত, বিজয়, জোবায়ের সরকার শিহাব, তানজিম প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ জানুয়ারি ১৯৭২ সালের এই দিনে ফিরে আসেন তার গড়া স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, বাংলাদেশের মানুষের মাঝে। তার এই প্রত্যাবর্তন একটি ইতিহাস, একটি বিজয়। জাতির পিতার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছিলো বাংলার স্বাধীনতা। এছাড়াও বক্তারা দেশরত্ন শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বগুড়া জেলা ছাত্রলীগের তৃণমূল নেতৃবৃন্দ সামনের সারি থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। সেইসাথে আগামী ১লা ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বগুড়ায় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

উপরে