প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৩ ১৯:৫২

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের স্বদেশ প্রত্যাবর্তস দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের স্বদেশ প্রত্যাবর্তস দিবস পালন

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা করা হয়। 

আলোচনাস সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বাঙালি জাতির বহু আন্দোলন-সংগ্রামে অর্জিত স্বাধীনতা পূর্ণতা পায় জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিন্তানি হায়নারা বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।

তিনি আরো বলেন এদেশের নিপীড়িত-নির্যাতিত জাতির মুক্তির সন্ধানদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতিকে মুক্তির মূলমন্ত্রে উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে বাঙালি জাতি দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ৯ মাস লড়াই সংগ্রামের ফলে ১৬ই ডিসেম্বর বাঙালি জাতির কাঙ্খিত বিজয় অর্জিত হয়। বাঙালি জাতির বিজয়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি মাইলফলক।

এসময় সহকারি প্রধান শিক্ষক পারভীন আক্তার, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

উপরে