হাকিমপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুরে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় পৌর আওয়ামী লীগের আয়োজনে অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় সেখানে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাহেদ মল্লিক বাবু,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ দলীয় নেতাকর্মীর উপস্থিত ছিলেন।