প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৩ ১৯:১৯

বগুড়ায় শীতার্ত মানুষের মাঝে পিডিপির শীতবস্ত্র বিতরণ

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় শীতার্ত মানুষের মাঝে পিডিপির শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় বুধবার বিকেলে পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) এর উদ্যোগে শহরের ঠনঠনিয়ায় সংস্থার কার্যালয়ে ১ম ধাপে শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

পিডিপি বগুড়ার নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পীর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে পরম মমতায় সকলের হাতে শীতবস্ত্র তুলে দেন সমাজসেবা অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মো: কাউছার রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত বছরের তুলনায় এইবছর উত্তরাঞ্চলে হঠাৎ করেই শীত জেঁকে বসেছে। এতে করে নিদারুণ কষ্টে রয়েছে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষগুলো। সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকারি নানা উদ্যোগ ইতিমধ্যেই নেয়া হয়েছে তবে তিনি সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও এনজিও’র প্রতি আহ্বান জানান নিজ অবস্থান থেকে মানবতার সেবায় এগিয়ে আসার জন্যে। আর এক্ষেত্রে প্রতি বছরের ন্যায় পিডিপি বগুড়ার নেয়া মানবিক উদ্যোগকে তিনি সাধুবাদ জানান।

সংস্থার সভাপতি একেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু মোত্তালিব মানিক, জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায়, যুব সংগঠক মাহবুব হাসান চমক এবং সংস্থার সদস্য সোহান শেখ। উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে পিডিপি বগুড়া বছরজুড়ে নানা মানবিক উদ্যোগ পরিচালনা করে থাকে। যার ধারাবাহিকতায় এইবছরও কয়েকটি ধাপে অসহায় শীতার্ত মানুষদের উপহারস্বরুপ শীতবস্ত্র প্রদান করা হবে মর্মে জানান সংশ্লিষ্টরা।

উপরে