প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৩ ১৯:২০

আদমদীঘিতে বিরল রোগে আক্রান্ত শিশু রহিত চলে গেল না ফেরার দেশে!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে বিরল রোগে আক্রান্ত শিশু রহিত চলে গেল না ফেরার দেশে!

বগুড়ার আদমদীঘির সদা হাস্যউজ্জল বিরল রোগে আক্রান্ত শিশু রহিত সবাইকে কাঁদিয়ে চলে গেলে না ফেরার দেশে (দিব্যাং লোকান স্বগচ্ছুতু)।

বৃহস্পতিবার সকালে গুরুত্বর অসুস্থ্য হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেলে শিশু রহিত মারা যায়। জন্মের পর থেকেই শিশু রহিত বিরল রোগে আক্রান্ত হয়ে বেড়ে উঠে। অস্বাভাবিক ভাবে ফুলে উঠেছে তার পেট। বয়স রাড়ার সাথে সাথে তার রোগ বেড়েই চলে। সদা হাস্যউজ্জল শিশু রহিতকে সকলেই ভালবাসতো। সকলের ভালাবাসার মায়া ত্যাগ করে ৯ বছর বয়সেই সে চলে গেল পরোপারে। শিশু রহিত উপজেলা সদরের চড়কতলা গ্রামে রানা রবিদাসের ছেলে।

উপরে