শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
শিবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র দ্বীন শিক্ষার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা বার্ষিক পরীক্ষার ফলাফল,শিক্ষার মান-উনয়নে বিভিন্ন পরিকল্পনা, শ্রেণী পাঠে বিশেষ নির্দেশনা ও শিক্ষা সফর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাদ্রাসা চত্বরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শিবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান অধ্যাপক
গোলে আরজুমান্দ বানু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহবুবে রফিক । আরো বক্তব্য রাখেন,প্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা মরহুম নবীর উদ্দিন সরকারের সুযোগ্য পুত্র মাদ্রাসার সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এ বি এম আমিনুল হক দুদু, ভাইস প্রিন্সিপাল দেলোয়ার হোসেন, অধ্যাপক মাহবুবুর রহমান, প্রভাষক আব্বাস আলী, প্রভাষক আব্দুল হামিদ, শরীর চর্চা শিক্ষক সাইফুল ইসলাম, ইবতেদায়ী প্রধান শিক্ষক আব্দুল মতিন। সভায় উপস্থিত ঋিলেন,শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক-সাংবাদিক সোহেল আক্তার মিঠু শিবগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি লুৎফর রহমান, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম,পরিচালনা কমিটির সদস্য আব্দুল মজিদ কাজী, জহুরুল ইসলাম।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি