পঞ্চগড়ে দশম দফায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু
পঞ্চগড় জেলায় স্বল্প আয়ের মানুষদের স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রয়ের দশম দফার কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল থেকে জেলার পাঁচ উপজেলা ও ৩ পৌরসভায় একযোগে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়। জেলায় ৩৩ জন ডিলারের মাধ্যমে ক্যালেন্ডার তৈরী করে নির্দিষ্ট তারিখে ৫২টি স্পটে এসব পণ্য বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক।
এই প্রতি কার্ডধারী ৪২০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি ডাল ও এক কেজি চিনি নিতে পারছেন। দশম দফায়
জেলার ৬৯ হাজার ৭৫টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৬৯ হাজার ৭৫ কেজি চিনি, এক লাখ ৩৮ হাজার ১৫০ লিটার সয়াবিন তেল ও এক লাখ ৩৮ হাজার ১৫০ কেজি ডাল বিক্রয় করা হবে। গত বছরের ২১ মার্চ পঞ্চগড় জেলায় প্রথম দফায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছিলেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।

অনলাইন ডেস্ক