পঞ্চগড়ে তিন শতাধিক শীতার্ত মানুষকে উষ্ণতার ছোঁয়া দিয়েছে এফএনবি
পঞ্চগড়ের শীতার্ত মানুষদের উষ্ণতার ছোঁয়া দিয়েছে এনজিও ফেডারেশন অব বাংলাদেশ-এফএনবি পঞ্চগড় জেলা শাখা।
বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পশ্চিমপাড়া সরকারি বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী ৩ শতাধিক শীতার্ত মানুষদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেয়া হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন। এ সময় এফএনবি পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক ও ব্র্যাকের জেলা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, বুরো বাংলাদেশ এর এলাকা ব্যবস্থাপক কে এম রাশেদ ফারুক, এসসেএস ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক বজলুর রহমানসহ বিভিন্ন এনজিওর কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি