শিবগঞ্জে ১০ দফা দাবীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বর্তমান সরকারের বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে ও বিএনপির ১০ দফা বাস্তবায়নের দাবীতে সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শিবগঞ্জ পৌর এলাকার সোনালী ব্যাংক চত্বরে পৌর বিএনপি সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, বিএনপি নেতা ডাক্তার স্বাধীন, এস.এম তাজুল ইসলাম, আব্দুল করিম, মাস্টার আব্দুর রাজ্জাক, আবু তাহের, এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, যুবদল নেতা আনোয়ারুল ইসলাম মুকুল, আরমান, আক্কাস সহ উপজেলা ও ইউনিয়ন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ