বগুড়ায় দুর্নীতিবিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জেলা দুপ্রকের কার্যনির্বাহী সদস্য সঞ্জু রায়ের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জ্জী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদক বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাঃ মুস্তাফিজুর রহমান, জেলা দুপ্রকের সহ-সভাপতি যথাক্রমে নাহিদুজ্জামান নিশাদ এবং এ্যাড: বিনয় কুমার দাষ। বিতর্কের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি আজিজুল হক কলেজের সহকারি অধ্যাপক (বাংলা) লাবলু সরকার ও সহকারি অধ্যাপক (ইংরেজি) সৈয়দ ফখরুল মূলক এবং দুদক জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুর রহমান।
পুরস্কার ও শিক্ষা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, দুদকের সহকারী পরিচালক নূর আলম, উপ-সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, জেলা দুপ্রকের কার্যনির্বাহী সদস্য যথাক্রমে ডা: শাহনেওয়াজ হোসেন জর্জ, অধ্যক্ষ আল মামুন সরদার, বাবুল আখতার রিপন, রহিমা খাতুন এবং তাহমিনা পারভীন শ্যামলী প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী ও বিজীত দলসহ প্রতিযোগিতায় জেলার ৮টি বিদ্যালয়ের অংশগ্রহণকারী বিতার্কিকদের সনদ এবং শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এছাড়াও চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ক্রেস্ট, সনদপত্র এবং প্রাইজবন্ড প্রদান করা হয়েছে দুপ্রক ও দুদকের পক্ষ থেকে।

ষ্টাফ রিপোর্টার