শিবগঞ্জে হোটেল ব্যবসায়ীর জরিমানা
বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার মমতা হোটেল এন্ড রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রয় করার অপরাধে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাসনিমুজ্জামান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় বগুড়া জেলার কাহালু থানার লোহাজাল গ্রামের মৃত আব্বাস প্রামানিকের ছেলে মোঃ জয়বর প্রাং এর ৪৩ ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ