প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩ ১৯:০৬

পার্বতীপুরে অগ্নিকান্ড, দোকান ঘর পুড়ে ছাই

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে অগ্নিকান্ড, দোকান ঘর পুড়ে ছাই

দিনাজপুরের পার্বতীপুরে সংঘটিত অগ্নিকান্ডে একটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে পার্বতীপুর পৌরসভা শহরের পুরাতন বাজারে আগুন লেগে নওশাদ ষ্টোর নামে একটি মুদিদোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

জানা গেছে,পার্বতীপুর পৌরসভধীন পুরাতন বাজার  মহল্লার মৃত মাওলা বক্সের ছেলে নওশাদ আলী (৫৫) এর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০/১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছেন। প্রাথমিকভাবে  বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্থ দোকানের মালিক নওশাদ আলী জানান, প্রতিদিনের মতোই সব কাজ শেষে রাতে ঘুমিয়ে পরেন। হঠাৎ ভোর আনুমানিক ৪ টায় পাহারাদার খবর দিলে  ঘুম ভাঙ্গে দোকানে এসে  দেখি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি ও পার্শ্ববর্তী হোটেল কর্মচারী গনি মিয়া পানি দিয়ে আগুন নিভাতে চেষ্টা করলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পরে এবং তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে জড়ো হয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে, ফায়ার সার্ভিস কর্মীরা  ঘণ্টাব্যাপী চেষ্ঠা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

এছাড়াও নওশাদ আলী কান্না জড়িত কণ্ঠে আরো বলেন, আমার সব শেষ। আগুনে আমার একমাত্র সম্বল দোকান ঘরটিসহ দোকানের মালামাল সব পুড়ে চাই হয়ে গেছে। দোকানে থাকা চাল, ডাল,আটা, ময়দা,জ্বালানি তেল,ভোজ্য তেল,ড্যানিশ দুধ চিনিসহ বিভিন্ন ধরনের মালামাল ও নগদ টাকা মিলিয়ে ১৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন,সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বৈদুত্যিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আগুনে পুড়ে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত দোকান মালিক কে  সহযোগিতার আশ্বাস দেন।

উপরে