প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩ ১৯:৩১

আজ আদমদীঘি মহাশশ্মানে রটন্তী কালীপুজা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আজ আদমদীঘি মহাশশ্মানে রটন্তী কালীপুজা

আজ শুক্রবার (২০ জানুয়ারী) বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের মহাশশ্মানেন শ্রীশ্রী রটন্তী কালী পুজা অনুষ্ঠিত হবে।

প্রতিবারের ন্যায় এবারও আদমদীঘি মহাশশ্মন কমিটি শ্রীশ্রী রটন্তীকালী পুজার আয়োজন করেছে। শুক্রবার রাতে মহাশশ্বানে কালী পুজা অন্তে পরদির শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হরিনাম কীর্তন শেষে আগত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরন করা হবে। হরিনাম কীর্তন পরিবেশন করবেন কীর্তনিয়া আশিক কুমার সরকার (তপু)।

মহাশশ্মান কমিটির সভাপতি অলক কুমার মৈত্র ব্যাটেল ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকার জানান,প্রতি বছর মাঘ মাসের রটন্তীচতুর্দশী তিথিতে মহাশশ্মানে শ্রীশ্রী রটন্তী কালীপুজা ও পরদিন হরিনাম কীর্তন শেষে প্রসাদ বিতরনের আয়োজন করা হয়। এবারও প্রতিবারের ন্যায় আয়োজন করা হয়েছে। মহাশশ্মানের অনুষ্ঠানে সকল ভক্তবৃন্দের উপস্থিতে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠুক এই প্রত্যাশা করছি।

উপরে