প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ১৮:১১

বগুড়ায় পথ শিশুদের উষ্ণতার পরশে ওয়াইএমসিএ’র শীতবস্ত্র বিতরণ

অনলাইন ডেস্ক
বগুড়ায় পথ শিশুদের উষ্ণতার পরশে ওয়াইএমসিএ’র শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় পথ শিশুদের উষ্ণতার পরশে শীতবস্ত্র বিতরণ করে ওয়াইএমসিএ। শনিবার সকালে সংস্থার পলবেসরা অডিটোরিয়ামে ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ’স এর সহযোগিতায় ওয়াইএসসিএ’র বাস্তবায়নে আলোর দিশারী সংস্থার পথ শিশু শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 

ফের জেঁকে বসেছে শীত। এ শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পথ শিশুদের নেই কোন ঠিকানা। দিন শেষে রেলস্টেশন, ফুটপাত, রাস্তার ধারে তারা নিশি যাপন করে। নিশি যাপনে হাঁড়কাপানো শীতে জবুথবু তাদের জীবন। শীত নিবারনে একটু উষ্ণতার পরশ দিতে এগিয়ে এসেছে ন্যাশনাল কাউন্সিল অব ওয়াইএমসিএ’স। শীতবস্ত্র হাতে পেয়ে পথ শিশুদের হাসির ঝলক। স্বস্তির নিঃশ্বাস ফেলে অবহেলিত এ পথ শিশুরা।

বগুড়া ওয়াইএমসিএ এর নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন সংস্থার সভাপতি এ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন, সমাজের অবহেলিত মানুষকে জনসম্পদে পরিণত করাই হচ্ছে আন্তর্জাতিক যুব সংগঠন ওয়াইএমসিএ এর মূল উদ্দেশ্য। সমগ্র মানবজাতিই পরস্পর আত্মার নিবিড় বন্ধনে আবদ্ধ। সবাই মিলে সুখ দুঃখ ভাগাভাগি করে আত্মীয়তার বন্ধনে একত্রে থাকার মধ্যেই প্রকৃত সুখ নিহিত এ মানসিকতা নিয়ে এগোতে পারলেই সমাজের পিছিয়ে পড়া শিশুগুলো ফিরে পাবে তাদের অস্তিত্ব। তারাও দেশ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবে।  

এসময় উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি মি. সৌরভ বিশ্বাস, প্রতিষ্ঠানের অর্থ সম্পাদক টোনাম সরকারসহ প্রমুখ। 

উপরে