বগুড়ার সার্বিক উন্নয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী করার বিকল্প নেই: মজনু
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। তিনি বলেন, বগুড়ার উন্নয়নে সঠিক সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে।
নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হলেই বগুড়ার সার্বিক উন্নয়ন সম্ভব। তাই সদর আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপুকে নৌকা মার্কায় ভোট দিয়ে বগুড়ার উন্নয়ন এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। শুক্রবার বিকালে শহরের চারমাথায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়ন হয়েছে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। আগামী প্রজন্মের জন্য মৌলবাদ, জঙ্গিবাদ, দুর্নীতি ও মাদক নির্মুলে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে হবে।নৌকার প্রার্থীকে বিজয়ী করলেই বগুড়া আরও এগিয়ে যাবে ইনশাল্লাহ। বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর আসনের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা শাহ আখতারুজ্জামান ডিউক, আল রাজি জুয়েল , পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকার, আমিন আল মেহেদী, স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাদশা, শাহিদুল ইসলাম রতন, শাহিদুজ্জামান মনা, লিটন প্রামাণিক, নাইম খান।