প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৩ ১৮:৫১

আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শত্রুতা করে পুকুরে বিষ ফেলে দিয়ে অর্ধ লাখ টাকার দেশীয় জাতের মাছ নিধন করেছে বলে অভিযোগ মিলেছে। অমানবিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সান্তাহার পৌরসভা শহরের কলসারথবাড়ি মহল্লায়।

জানা গেছে, ওই মহল্লায় অবস্থিত বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ,কে,এম আসাদুল বেলালের বাড়ির উত্তর দিকে পাশাপাশি দু’টি পুকুর রয়েছে। পুকুর দু’টিতে দেশীয় জাতের রুই, কাতলা, বাটাসহ অন্যন্য মাছ পালন করা হয়। বৃহস্পতিবার রাতের কোন এক সময় দুর্বৃত্ত বা দুর্বৃত্তরা বাড়ি সংলগ্ন ছোট পুকুরে বিষ ফেলে দিয়ে যায়। শুক্রবার সকালে বাড়ির লোকজনের চোখে বিষ ফেলে দিয়ে মাছ নিধনের বিষয়টি ধরা পড়ে। শুক্রবার বিকালে অধ্যক্ষ আসাদুল হক বেলালের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় তার ওই
পুকুরে পালন করা প্রায় অর্ধ লাখ টাকা মুল্যের মাছ মরে নষ্ট হয়ে গেছে। তবে এঘটনায় আইনগত কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে জানিয়েছেন অধ্যক্ষ আসাদুল হক বেলাল।

উপরে